রাজশাহীর মোহনপুর উপজেলায় অপহৃত এক স্কুলছাত্রীকে (১৩) ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় রিফাত নামের একজন ট্রাকচালক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক রিফাত হোসেন তানোর উপজেলার তালন্দ গ্রামের সলিম উদ্দিনের ছেলে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, অপহৃত স্কুলছাত্রী ষষ্ঠ শ্রেণিতে পড়ে। মোহনপুরের ঘাসিগ্রামের বাসিন্দা ওই ছাত্রী। রিফাত তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বুধবার (১১ সেপ্টম্বর) স্কুল থেকে ফেরার পথে তাকে অপহরণ করে নিয়ে যান রিফাত।
এ নিয়ে রাতেই মেয়েটির ভাই থানায় অপহরণের মামলা করেন। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অবশেষে তাদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঢাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি রিফাতকে আটক করা হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রিফাতকে রাজশাহীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শারীরিক পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় ওসি।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ২১:০৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ