হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিনব কায়দায় হেরোইন পাচারকালে রাজশাহী বাসর্টামিনাল থেকে বিপুল পরিমান হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিরোইল বাসটার্মিনাল গ্রামীন ট্রাভেলস এর কাউন্টারের সামনে ফুটপাতের উপর থেকে তাদের আটক করে এটিএসআই মোঃ নাসির উদ্দিন, এএসআই মোঃ সেলিম শাহাজাদা ও সঙ্গীয় ফোর্স।

এ সময় তাদের ব্যাগের ভেতর তল্লাশী চালিয়ে জিআই পাইপ ও লোহার তৈরি হাতুড়ীর প্যাচ সংযুক্ত বাটের মধ্যে অভিনব কায়দায় রাখা বিপুল পরিমান হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য সাড়ে ১১ লক্ষ টাকা।

আটককৃতরা হলো: চাঁপাইনবাবগঞ্জে চারবাগডাঙ্গা (পাঠানপাড়া) গ্রামের মোঃ নুরুল হুদার ছেলে মোঃ আশিকুল ইসলাম (২২) ও একই জেলার বাখের আলী (টিকলীচর পাড়া) গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ বাবু হোসেন ওরফে তোতা (২৩)।

আরও পড়ুন:
তিন দিনের ব্যবধানে ডেঙ্গুজ্বরে মৃত্যু ৩
ফেন্সিডিলসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারনচন্দ্র বর্মন জানান, চাপাইনবাবগঞ্জ জেলা থেকে দুই ব্যক্তি হাতুড়ির জিআই পাইপের হাতলের (ফাপা অংশের ভেতরে) করে বিপুল পরিমান হেরোইনের একটি চালান রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্টামিনালে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এটিএসআই মোঃ নাসির উদ্দিন নগরীর শিরোইল টার্মিনালে সাদা পোশাকে অবস্থান করে।

তথ্য অনুযায়ী যাত্রী ছদ্মবেশে দুই ব্যক্তি চা বিরতিতে বাস থেকে নেমে ফুটপাতের উপর দাঁড়িয়ে ছিলো। এ সময় তাদের আটক করে ব্যাগের ভেতর তল্লাশী চালিয়ে বিপুল পরিমান হেরোইন উদ্ধারকরাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ২০:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/কেএ