রাজগঞ্জে তিন দিনের ব্যবধানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মণিরামপুর উপজেলার রাজগঞ্জের সালামতপুর গ্রামে নিজ বাড়িতে মেহেরুন নেছা (৬০) নামে আর এক নারীর মৃত্যু হয়েছে। মেহেরুন ওই গ্রামের আব্দুর রাজ্জাক দফাদারের স্ত্রী। আব্দুর রাজ্জাক মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী।
তিনি জানান, চলতি মাসের বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন তার স্ত্রী। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বিনা চিকিৎসায় মেহেরুনকে বাড়ি ফিরিয়ে আনা হয়।
শনিবার (০৭ সেপ্টেম্বর) তাকে আবার ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করিয়ে চিকিৎসা চলে তার। অবস্থা গুরুত্বর হওয়ায় সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
সদর হাসপাতালে অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মেহেরুনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন রাখার পর আর মেহেরুন বাঁচবেন না এমনটি বলে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসকরা তাকে রিলিজ করে দেন।
বাড়ি আনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মেহেরুন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের আব্দুল কাদের মোল্লার স্ত্রী জাহিদা বেগম সুন্দরী (৩৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এবং বুধবার (১১ সেপ্টেম্বর) মশ্মিমনগর গ্রামের ইনতাজ আলীর স্ত্রী জাহানারা বেগমের মৃত্যু হয়।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১৯:৩৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/বিএইচ/কেএ