জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোয়ালপাড়া থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী জীবননগর সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আজিবর মোল্লার ছেলে সাগর (২৬)।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাগর হোসেনকে আটক করে পরে তার দেহ তল্লাশি করে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে গ্রেফতার করে।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১৮:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ