জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের অর্ধশতাধিক মাদকবিরোধী সমাবেশে চিহ্নিত মাদক কারবারি আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদকবিরোধী সমাবেশে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএর হাতে ফুল দিয়ে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার শপথ নেন মাদক কারবারিরা। এ সমাবেশের আয়োজন করে কমিউনিটি পুলিশিং ফোরাম ও ফুলবাড়ী থানা।
শপথে মাদক কারবারিরা বলেন, ‘আর নয় মাদক সেবন বা মাদক ব্যবসা। আজকের পর থেকে আমরা অন্ধকার পথের সমাপ্তি টানলাম। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিলাম।’ মাদকবিরোধী সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলমের সভাপতিত্বে মাদকবিরোধী সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসপি মহিবুল ইসলাম খাঁন বিপিএম, বিশেষ অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল লুৎফর রহমান, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খদকার ফুয়াদ রুহানী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার মজিবর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার হারুন-অর-রশিদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবক চেয়ারম্যান মইনুল হক প্রমুখ।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১৭:২৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/কেএ