সাগর উত্তাল, ৩ নম্বর সতর্কতা

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি আসতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। কোথায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। কয়েকদিন ধরেই ভূমিধসের সতর্কবার্তা বহাল রাখা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে রংপুর, দিনাজপুর, ঢাকা, ফরিদপুর, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখা বলা হয়েছে।