ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকা থেকে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি অভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ আরাফাত হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আজিজুল মন্ডলের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১২:৩৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ