চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ক্যাম্প পুলিশ মাদক বিরোধী সফল অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল ও ৩টি মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে। আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানায় সোর্পদ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান এর নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বিএম আফজাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালান ক্যাম্প এলাকার দোস্ত বাজার সংলগ্ন বিজ্রের সন্নিকটে।
এসময় দর্শনার দিক দিয়ে হিজলগাড়ী বাজারের অভিমুখে একসাথে আসা ৩টি মোটর সাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে পুলিশ দেখে মোটরাসাইকেল ফেলে দুইজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ঝিনাইদহ জেলার বাশিদেবপুর গ্রামের সাদেক মন্ডলের ছেলে বাবুল মন্ডল আটক হয়।
আরও পড়ুন:
পূর্ববিরাধের জেরে প্রতিপক্ষকে কুপিয়ে জখম
পরবর্তীতে তার দেহ তল্লাসী করে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ এছাড়া তার ব্যবহৃত মোটরাসাইকেলের রেজি: নং- বগুড়া-এ-০২-০৫৩২ এবং পালিযে যাওয়া দুইজনের মোটরসাইকেলের মধ্যে একটির রেজি: নং- মেহেপুর হ-১১-২০৫৬ ও একটি অনটেষ্ট মোটরাসাইকেল উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।
এ বিষয়ে হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ বিএম আফজাল হোসেন বলেন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের আওতাধীন এলাকাকে মাদক মুক্ত করার জন্য হিজলগাড়ী ক্যাম্প পুলিশ নিয়মতি মাদক অভিযান চালাচ্ছে। যা অব্যহত থাকবে। আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাপূর্বক সোপদ করা হয়েছে।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১১:৩৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ