যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ডলারসহ এক ভারতীয় নাগরিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি অশোক বিশ্বাস (৫৯) ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার গাইঘাটা থানার দেবীপুর গ্রামের জিতেন্দ্র নাথের ছেলে। তার পাসপোর্ট নং- জেড ৫১১২৩৩০। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬শত ইউএস ডলার জব্দ করা হয়।
আরও পড়ুন :
মাদক বিরোধি অভিযানে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ৩
বাংলাদেশ (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় এক ভারতীয় পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ডলার নিয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে।
এমন সময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৬শত ইউএস ডলার, ৬৫০ ভারতীয় রুপি ও ৮ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ১২:২৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমও/আজা