মাদক বিরোধি অভিযানে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ৩

দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পৃথক পৃথক সন্ধান থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করেছে।

আটকৃতরা হলো তারিনীপুর গ্রামের মৃত সমশের আলীর ছেলে জহর মন্ডল (৩৮), সারাবাড়িয়া গ্রামের আবু বক্করের ছেলে ইকরামুল হক (৩২) ও একই গ্রামের কাউছারের ছেলে আমিনুর ইসলাম (৩৩)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ভোরে পৃথক পৃথক সন্ধানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাসের নির্দেশে গোপন সংবাদের ভির্ত্তিতে দামুড়হুদা মডেল থানার এস আই মিল্টন সরকার উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামের মাদক ব্যবসায়ী জহর মন্ডলকে (৩৮) আটক করে। পরে তার ঘর তাল্লাশী করে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ের ৫ সেমিস্টারেই মেধা তালিকার র্শীষে প্রথম শরীফ
অবৈধ সাড়ে সাত হাজার পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, রাজশাহী ওয়াসা

অপরদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাড়াবাড়িয়া পালপাড়া মুদি দোকানের সামনে থেকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির আইসি এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইকরামুল ও আমিনুরকে গ্রেফতার করে।

পরে তাদের দেহ তাল্লাশী করে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বলে পুলিশ জানাই। মডেল থানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক পৃথক মামলা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সৌপর্দ করা হয়েছে।

সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ০৯:৫৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ