সুনামগঞ্জে জোৎস্না উৎসব আয়োজক কমিটি নানান আয়োজনের মাধ্যমে শনিবার (১৪ সেপ্টেম্বর) মাটিয়ান হাওরে জোৎস্না উৎসব উৎযাপনে করার জন্য পদক্ষেপ নিলেও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার অনুমতি দেওয়া হয় নি।
মাটিয়ান হাওরে প্রশাসনের অনুমতি না নিয়ে জোৎস্না উৎসবের আয়োজন করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তা দমন করা হয়, এমনকি আয়োজনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ নিয়ে তাহিরপুর উপজেলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এছাড়াও ক্ষোব প্রকাশ করেছেন হাওরবাসী।
এ বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে শনিবার (১৪ সেপ্টেম্বর) মাটিয়ান হাওরে জোৎস্না উৎসব আয়োজনের কথা জানান তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি জানান, পরিবেশসহ বিভিন্ন দিক চিন্তা করে এবার টাংগুয়ার হাওরে জোৎস্না উৎসব না করে মাটিয়ার হাওরে করার জন্য সবাই মিলে উদ্যোগ নিয়েছিলাম শুধু এই উপজেলাকে সারা বিশ্বে আবারও একটু পরিচিতি করার জন্য।
কারন কয়েক বছর পূর্বে টাংগুয়ার হাওরে সবার সহযোগীতা নিয়ে জোৎস্না উৎসব করার কারনে আর প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার তা প্রচার ও প্রকাশিত হওয়ার ফলেই আজ এই উপজেলা ব্যাপক ভাবে পরিচিতি লাভ করেছে।
আর টাংগুয়ার হাওরে পর্যটক ও দর্শনার্থীদের আগমন বেড়েছে। সেই কারনে এই এলাকার শত শত নৌকার মাঝি ও হাওর পাড়ের মানুষজন জীবিকা নির্বাহ করছে এই পর্যটকদের কারনেই বিভিন্ন ভাবে।
হাওর বা পরিবেশ ধংবস করে নয় প্রচারের মাধ্যমে এই উপজেলা আর টাংগুয়ার হাওরসহ র্দশনীয় স্থান গুলো সারা বিশ্বে তুলে ধরতে চেয়েছিলাম। তারপরও আশা করি সবাইকে নিয়ে এই আনন্দ উৎসবটি করতে প্রশাসনসহ সবাই সহযোগীতা করবেন। বাকিটা সংশ্লিষ্ট কতৃপক্ষের উপর।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মাটিয়ান হাওরে জোৎস্না উৎসব বা কোনো ধরনের আয়োজনের অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুসতাসির হাসান বলেন, হাওরের পরিবেশের বিপর্যয় হয় এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। প্রশাসন হাওরে কোনো উৎসবের ব্যাপারে অবগত নয়। পর্যটকরা আসলে কোনো বাধা নেই। তারা তাদের মত করে বেড়াতে পারবেন।
সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ০৯:২৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ