দুধকুমর নদে অজ্ঞাত ব্যক্তির লাশ

ভূরুঙ্গামারীর দুধকুমর নদে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের পাশে ইসলামপুর নামক স্থানে নদীর কিনারে আটকা অবস্থায় পুলিশ লাশটি পায় বলে জানিয়েছে।

আরও পড়ুন:
প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে আত্নহত্যা করছে একজন
জাবিতে চলমান সংকট সমাধানে আলোচনায় দু’পক্ষ

পুলিশ জানিয়েছে লাশটির পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৪৫ থেকে ৪৮ বছর হতে পারে। তার গলার কিছু অংশ কাটা রয়েছে।

ভুরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। লোকটিকে মেরে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে বলে তিনি ধারনা করছেন।

সেপ্টেম্বর ১৩, ২০১৯ at ০০:০৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/এএএম