তিন শতাধিক বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহর সদস্যরা চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০১ বােতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে বুধবার রাতে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং এএসপি বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজলার দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রাম থেকে আঃ জলিলের ছেলে মাদক ব্যবসায়ী মেহেদী হাসানকে(২৫) ৩০১ বোতল ফেনসিডিল সহ গ্রফতার করেন।

আরও পড়ুন:
উপজেলা নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩

র‌্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে বুধবার রাত পৌন ১২ টার দিকে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্তন আইনে মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

সেপ্টেম্বর ১২, ২০১৯ at ২৩:১১:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মোতার/এএএম