পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার গোপন সংবাদের ভিত্তিতে ওসি ফেরদৌস ওয়াহিদের নির্দেশে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮:৩০ সময় এস আই নাহিরুল, এস আই মোস্তাফিজ, এস আই মিলন, এ এস আই হাবিব, এ এস আই ইমদাদুল জীবননগর আখ সেন্টারের সামনে থেকে ফেন্সিডিল সেবন অবস্থায় তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ ফারুক হোসেন (৩০) পিতা হযরত আলি সাং ছলেমান পুর ২. লিমন হোসেন (৩২) পিতা খন্দকার বদরুল সাংছলেমান পুর ৩. মোঃ সাহাবুদ্দিন (৩৫) পিতা ‍নুরুল বক্স মালিক সাং ছলেমানপুর সকল থানা কোটচাঁদপুর জেলা ঝিনাইদহ।

আরও পড়ুন:
ভূইফোঁড় সাংবাদিকদের ডাকায় ইবি প্রেসক্লাবের সংবাদ সম্মেলন বয়কট
অবৈধ সাড়ে সাত হাজার পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, রাজশাহী ওয়াসা

প্রায় প্রত্যেক দিন বেশ কিছু মাদক সেবীরা আখ সেন্টারের ভিতর গিয়ে ফেন্সিডিল, গাজা, ইয়াবা সেবন করে থাকে। আখ সেন্টারের ভিতরে গেলে সকল প্রকার নেশা সামগ্রির ঊপঢোকন দেখা যায়। আবার বিকালে এলাকার বাহিরের কিছু লোকজন দেখা যায়।

মাঝে মধ্যে মাদকের বড় চালান আখ সেন্টারের মাঠ দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়ে থাকে শুনা যায়। প্রায় শুনা যায় আখ সেন্টারের মধ্য দিয়ে মাদক সেবী গ্রেফতার হয়েছে। এই নিঊজ লেখা পযন্ত মাদক সেবীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।ৎ

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ২১:৫৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ