শরীফ, এক উজ্জ্বল মেধাবী ছাত্র, যবিপ্রবির। শরীফ যবিপ্রবিতে তড়িৎ প্রকৌশল বিভাগে ৩য় বর্ষ ২য় সেমিস্টারে পড়াশুনা করছে। ছোট বেলা থেকে পড়াশুনার প্রতি তীব্র আগ্রহ। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় শরীফ।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ১ম সেমিস্টারে সে প্রথম স্থান অর্জন করে। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম বর্ষের প্রথম সেমিস্টার খুব গুরুত্বপূর্ণ। এই সেমিস্টারই দেখিয়ে দেয় একজন শিক্ষার্থী কোন দিকে যাবে। শরীফ যথারীতি ১ম বর্ষের ২য় সেমিস্টারেও প্রথম স্থান অর্জন করে।প্রতিটি পরীক্ষায় সে প্রথম স্থান অর্জন করে।
শরীফ বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত ৫ টি সেমিস্টারের পরীক্ষাই মেধা তালিকায় প্রথম হয়েছে। পড়াশুনার পাশাপাশি ভালো নাচতে পারে। বই পড়া ও ভ্রমণ শরীফের প্রধান শখ।বিশ্ববিদ্যালয় বন্ধুদের সে সবসময় পড়াশুনাসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করে।
প্রোগামিং ও বিদ্যুৎ যন্ত্রপাতি নিয়ে কাজে করতে আগ্রহী এই মেধাবী ছাত্র। শরীফের লক্ষ্য শিক্ষক হয়ে দেশ ও জনগণের সেবা করা। সে সবার কাছে দুয়া প্রার্থী।
সেপ্টেম্বর ১২, ২০১৯ at ২১:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এফএফ/কেএ