ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ খেলা রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে স্টেডিয়াম চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সামাজিক, রাজনৈতিক সাংস্কৃতিক, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে রাতোর ইউনিয়নকে হারিয়ে হোসেনগাঁও ইউনিয়ন বিজয়ী হন। উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়ন এ খেলায় অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খেলা পরিচালনা করেন মানিক হোসেন, জয়নুল ও সুগা মুর্মু।
উপজেলা পর্যায়ের অনুর্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল দলের চ্যাম্পিয়ন দলটি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
সেপ্টেম্বর ১২, ২০১৯ at ১৯:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/কেএ