রাহুল বাবুর দুটি কিডনি নষ্ট, মানবিক সাহায্যের আবেদন

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দারুল ইসলাহ একাডেমির ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র রাহুল বাবুর দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে রাহুল বাবুর একটি কিডনি নষ্ট। কিছুদিন থেকে অবশিষ্ট কিডনিটিও আক্রান্ত হয়।

উপজেলার আরজি পাটাবুকা গ্রামের পোশায় ট্রাক হেলপার মোঃ জাহাঙ্গির আলম ও মোছাঃ জেবু খাতুনের একমাত্র ছেলে রাহুল বাবুর এ ধরনের দুরারোগ্য ব্যধিতে অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।

ইতিমধ্যে গ্রামের পরোপকারী কিছু যুবক একত্রিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাহায্যের আবেদন করেন।

আরও পড়ুন:
শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
ইবিতে আইসিএসডিএপির আন্তর্জাতিক সম্মেলন

পরোপকারী যুবক সাফিন মন্ডল বলেন, রাহুল বাবু আমার প্রতিবেশি। সে অত্যন্ত মেধাবী ও শান্তশিষ্ট ছেলে। এমন একটি ভাল ছেলে চিকিৎসার অভাবে অকালে চলে যাবে তা আমরা ভাবতে পারছিনা। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা নিজের ছোট ভাই কিংবা সন্তান মনে করে রাহুল বাবুর জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেই।

যোগাযোগঃ-

01854-460313 {রাহুল বাবুর বাবা}
01923-490739 {রাহুল বাবুর চাচা}

বিঃদ্রঃ রাহুল বাবুর বাবার নাম্বারে বিকাশের মাধ্যমে সহযোগীতা করতে পারবেন।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১৯:২৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআই/কেএ