সড়ক ও জনপদের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের সদর উপজেলার শালুয়াভিটায় সড়ক ও জনপদের অবৈধ দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন যাবদ পাবলিকের দখলে থাকা প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উদ্বোগে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আনিছুর রহমান।

আরও পড়ুন:
সিরাজগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ১৪, মোট আক্রান্ত ৭৭৪ জন
কয়লাবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ১২

দীর্ঘদিন যাবদ এই সমস্ত জায়গা বিভিন্ন ব্যবসায়ীরা দোকানপাট করে ব্যবসা করে আসছিলো। পরে দখলকারীদের বারবার সরে যাবার জন্য বারবার নির্দেশ দেয়া হলেও কেউ তা না মানায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ, পৌর ভুমি সহকারী নজরুল ইসলাম, সার্ভেয়ার নুরুল ইসলাম, নায়েব আব্দুল হালিম, রহমত আলীসহ পুলিশের কর্মকর্তা ও আনছার ব্যাটিলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১৭:৫২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ