ঝিনাইদহের শৈলকুপায় প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা শহীদ মিনার চত্বরে প্রাথমিক শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মানববন্ধনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
গণধর্ষণের মামলায় পাবনা সদর থানার ওসি প্রত্যাহার, এসআই সাসপেন্ড
সমিতির সভাপতি লিয়াকত আলী খানের সভাপতিত্বে মনববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা সমিতির আহবায়ক খসরুল উল আলম, উপজেলা সমিতির সিনিয়র সহসভাপতি মাজেদুর রহমান, ফারজানা ববি, সহসভাপতি রফিকুল ইসলাম, উপদেষ্টা শরিফা খানম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শিক্ষক সাইফুল ইসলাম রকিব, আব্দুল মালেক, রোকনুজ্জামান উজ্জল, হাসানুজ্জামান তুহিন, রতন কুমার দাস, রাজিবুল হাসান ও মাহবুবুল ইসলাম জুয়েল প্রমুখ।
সেপ্টেম্বর ১২, ২০১৯ at ১৭:৩৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমএস/কেএ