ইউপি সদস্যকে হত্যার চেষ্টার আসামী আটক

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আলীকে হত্যার জন্য প্রস্তুতি নেওয়াকালীন গ্রামের মরহুম আবু বক্করের ছেলে মোহাম্মদ আলীকে (৪০) আটক করেছে পুলিশ।

ভাংবাড়িয়া ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জাফর আলী জানিয়েছে, চারি কোন এক শুভাকাঙ্ক্ষী এসে তাকে জানিয়েছে, মোহাম্মদ আলী ২ লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে পূর্ব শত্রুতার জের ধরে, তাকে হত্যার পরিকল্পনা করেছে।

এ বিষয়ে জাফর আলী চুয়াডাঙ্গা ডিবি অফিসে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে, একই গ্রামে মরহুম আবু বক্করের ছেলে মোহাম্মদ আলী(৪০) রাজ্জাক মোল্লার ছেলে বদর উদ্দিন (২৮) ময়নাল হোসেনের ছেলে শামীম রেজা (২০) রওশন আলী ওরফে শান্তির ছেলে জুয়েল রানা (২২) ফেরেজুল ইসলামের ছেলে মিজান হোসেন (৩৫) রবিবার (০৮ সেপ্টেম্বর) এ ডিবি অফিসে ডাকা হয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে তাঁরা চারজন সাক্ষী দিয়েছে, এবং মোহাম্মদ আলী তা স্বীকারোক্তি করেছে।

আরও পড়ুন:
সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

পরে মোহাম্মদ আলীকে চুয়াডাঙ্গা ডিবি অফিস থেকে আলমডাঙ্গা থানায় প্রেরণ করা হয়েছে, আলমডাঙ্গা থানা থেকে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিন আগে ভাংবাড়িয়া ঈদগা মোড়ে রাত ১২ টার দিকে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এই নিয়ে গ্রামবাসী আতঙ্কিত হয়েছিল তবে কে বা কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১৭:২২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ