খালেদা জিয়ার মুক্তিরদাবীতে বিএনপির মানববন্ধন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার মুক্তির দাবীতে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় মানবন্ধন কর্মসূচী পালন করে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন।

আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল আলম ফকির, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ইয়াছিন বিশ্বাস ও কামরুজ্জামান মিন্টু প্রমুখ।

আরও পড়ুন:
চুয়াডাঙ্গায় রাস্তা গতিরোধ করে ডাকাতি
ভ্যাট ফাঁকি রোধে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস

বক্তরা তাদের বক্তব্যে অবিলম্বে বেগম খালেদার জিয়ার মুক্তি দাবী করেন। এ সময় মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১৬:৪২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ