পাঁচ কেজী গাজাসহ আটক ৩

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরে মধুখালী উপজেলার বনমালিদিয়ায় ফরিদপুরগামী সাদ সুপার ডিলাক্স পরিবহনে তল্লাসী চালিয়ে পাঁচ কেজী গাজাসহ তিনজনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈ গাও গ্রামের জালাল উদ্দিনের পুত্র আলাউদ্দিন হাওলাদার (২৫), একই জেলার লৌহজং উপজেলার গোয়ালী মান্দা গ্রামের মৃত নায়েব আলীর পুত্র রিপন মিয়া (২০) এবং রিপন দিয়ার মা আলেয়া বিবি (৪০)।

আরও পড়ুন:
শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বিলের মধ্যে ২ মাছচাষিকে কুপিয়ে হত্যা

মধুখালী থানার উপপরিদর্শক মো: মাহাবুল করিম জানান, গোপন সংবাদিরে ভিত্তিতে মাগুরা থেকে ফরিদপুরগামী সাদ সুপার ডিলাক্সে তল্লাসি চালিয়ে সিমেন্টে বস্তার ব্যাগে ও প্লাস্টিকের বস্তা থেকে মোট পাঁচ কেজী গাজা উদ্ধার করা হয়। এসময় ওই গাজা বহনকারী তিনজনকে আটক করা হয়।

সেপ্টেম্বর  ১২, ২০১৯ at ১৬:৩২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ