রাজশাহীর চারঘাটে বিপুল সংখ্যক ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুর আড়াইটার দিকে চারঘাট থানাধীন ওমরগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল।
এ সময় শফিকুল ইসলামের নিকট থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ শফিকুল ইসলাম চারঘাট থানাধিন বারুই পাড়া গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে।
র্যাব জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে ।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ২৩:১০:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম