বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মরণ নেশা টেবলেট ইয়াবাসহ ২ জন আটক হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র তালেব আলি (৩২) ও পাথরডুবী ইউনিয়নের ইউছুব ব্যাপারীর বাজার এলাকার মৃত জয়েন উদ্দিন এর পুত্র মাইদুল ইসলাম (৩৩)।

জানাগেছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভীত্তিতে ভূরুঙ্গামারী থানার এস আই জালালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকা থেকে ২০ পিচ ইয়াবা টেবলেট সহ তালেব আলিকে (৩২) আটক করে।

আরও পড়ুন:
রাজশাহী নগর ও জেলা পুলিশের অভিযানে আটক ৭৭
ছাত্রলীগের দিনব্যাপী পরিষ্কার ও ডেঙ্গুর নিধন কর্মসূচি

অপর দিকে বিজিবি জিন্নতিয়া ক্যাম্পের টহলরত একটি দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সীমান্তের ৯৬২/৬ নং আন্তর্জাতিক মেইন পিলারের কাজ থেকে ৪৫ পিচ ইয়াবা টেবলেট সহ মাইদুল ইসলামকে (৩৩) আটক করে।

এ সময় মাইদুলের সাথে থাকা অপর দুই জন বাগভান্ডার গ্রামের আশরাফুল (৩৫) ও মফিজুল (৩৬) দৌড়ে ভারতে পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সেপ্টেম্বর  ১১, ২০১৯ at ২২:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এজিএল/কেএ