রাজশাহীর মতিহারে ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

রাজশাহীর মতিহারে ফেন্সিডিলসহ রতন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর মতিহার থানাধিন চর-শ্যমপুর এলাকা থেকে আটক করে এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স।

আরও পড়ুন:
ইজারাদারের লাটিয়াল বাহিনীর হামলায় আহত ৩
রাজশাহীতে অজ্ঞান অবস্থায় তাবলীগ জামায়াতের ১৯ সদস্যকে উদ্ধার

আটককৃত রতন কাটাখালী থানাধিন শান্তিনগর বালু ঘাট এলাকার জমসেদের ছেলে।

এস আই সাহাবুল জানায়, আটককৃত রতনের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় ওই এসআই।

সেপ্টেম্বর ১১, ২০১৯ at ২২:২৫:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম