ইজারাদারের লাটিয়াল বাহিনীর হামলায় আহত ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে জেলেদের উপর ইজারাদারের লাটিয়াল বাহিনীর অতর্কিত হামলায় ৩ জেলে আহত হয়েছে। তারা হলেন, উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের পাখিরুল ইসলাম (২৮), একই গ্রামের আল আমিন (২৭) ও ভাটি জামালগড় গ্রামের রুমান মিয়া (২২)।

গুরুতর আহত পাখিরুল ইসলাম তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় তাহিরপুর উপজেলা সদরের টানটান উত্তেজনা বিরাজ করছে।

এঘটনায় পাখিরুল ইসলামের বড় ভাই হোসেন মিয়া বাদী হয়ে মাটিয়ান হাওরের ইজারাদার ও উপজেলা আওয়ামীলীগ নেতা রতনশ্রী গ্রামের ইকবাল হোসেন তালুকদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর তাহিরপুর থানা পুলিশ ইজারাদারের ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে ।

আরও পড়ুন:
রাজশাহীতে অজ্ঞান অবস্থায় তাবলীগ জামায়াতের ১৯ সদস্যকে উদ্ধার
স্কুল ও কলেজের অভিভাবক ছাউনির উদ্বোধন

বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ ঘটিকায় মাটিয়ান হাওরের পূর্বপাড় বড়দল নতুন হাটি গ্রাম সংলগ্ন বোর জমিতে লার বরশি দিয়ে মাছ ধরছিল। এমন সময় বিলের পাহারাদাররা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে ৩ জেলেকে আহত করে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই গোলাম মোস্তফা জানান, পাহারাদারের ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সেপ্টেম্বর  ১১, ২০১৯ at ২২:০৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেএ/কেএ