স্কুল ও কলেজের অভিভাবক ছাউনির উদ্বোধন

দুইটি ভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গভর্মেন্ট ল্যাবরেটরী হাই স্কুল এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সুসজ্জিত অভিভাবক ছাউনির উদ্বোধন করা হয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহের জনপ্রিয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু।

ল্যাবরেটরি স্কুলের অভিভাবক ছাউনির উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আসিফ হোসেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হামিদা পারভীন।

আরও পড়ুন:
রাজশাহী নগর ও জেলা পুলিশের অভিযানে আটক ৭৭
ছাত্রলীগের দিনব্যাপী পরিষ্কার ও ডেঙ্গুর নিধন কর্মসূচি

এছাড়াও শিক্ষক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অন্যদিকে আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেইন গেটের সামনেই নব নির্মিত অভিভাবক ছাউনির উদ্বোধনের সময় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রনেতা দের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জনাব মোঃ নিয়াজ মোর্শেদ ও সংরক্ষিত নারী কাউন্সিলর শাম্মী আক্তার মিতু। পরে দোয়া করা হয়। দুইটি প্রকল্পই বাস্তবায়ন করে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।

সেপ্টেম্বর  ১১, ২০১৯ at ২১:৫৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/কেএ