চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জেলার পুলিশ লাইনে এ মত বিনিময় সভা করেন।
এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গায় মাঠ পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভোগে সাংবাদিকরা। সে সকল সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দেবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স না। নতুন স্লোগানে কাজ করতে চাই। নতুন স্লোগান হচ্ছে মাদক নামের বানানটাই সকলকে ভুলাতে চাই। এজন্য চাই আপনাদের সহযোগিতা। মতবিনিময় সভায় জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জেলার সকল সাংবাদিকদের সাথে পরিচিত হন। এসময় আগত সাংবাদিকরা জেলার নানান সমস্যা তুলে ধরেন নবাগত পুলিশ সুপারের কাছে।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ সহ জেলা পুলিশের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ২০:০৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ