পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে বৃদ্ধ ভিকটিম আতাহার হাওলাদারের (৬৫) ছেলে মো: বশির হাওলাদার মামলাটি দায়ের করেন। (সিআর মামলা নং ২৯৭/১৯)।
মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের জনতা কলেজ সংলগ্ন দুমকি গ্রামের বৃদ্ধ আতাহার হাওলাদারের বাড়ির চলাচলের রাস্তার জমিজমা নিয়ে একই গ্রামের মৃত নাজেম আলী মৃধার ছেলে মো: হাবিবুর রহমানের সাথে পূর্ব বিরোধ চলছিল। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাবিবুর রহমানের বখাটে ছেলে ফেরদৌস মৃধার নেতৃত্বে ৭/৮জনের একটি সন্ত্রাসীচক্র লোহার রড, চাপাতি, ক্রিজ, রামদাও নিয়ে খুনের উদ্দেশ্যে বৃদ্ধ আতাহার হাওলাদারের ওপর হামলা চালিয়ে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে।
আরও পড়ুন:
জেলা প্রশাসকের কার্যালয় চাকুরি
আহতের ডাকচিৎকারে পথচারী লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভিকটিমের ছেলে বশির হাওলাদার বাদি হয়ে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালয়ে ৭জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। এদিকে মামলা দায়ের করায় ক্ষিপ্ত আসামীরা ভিকটিমের পরিবারের লোকজনকে মামলা তুলে নেয়ার হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে মামলার বাদী বশির হাওলাদা অভিযোগ করেছেন।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ১৯:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জেইউ/কেএ