বজ্রপাত ঠেকাতে ঝিনাইদহ শহরের বাইপাস মোড় এলাকায় তালবীজ রোপন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে “মাদার তেঁরেসা ব্লাড ব্যাংক” এর উদ্যোগে এ তালের বীজ রোপন করা হয়।
এসময় মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের সভাপতি এস.এম রবি, সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান হিল্লোল, মাদার তেঁরেসা ব্লাড ব্যাংকের যুগ্মসাধারণ সম্পাদক তারেক মাহমুদ জয়, সাংগঠনিক সম্পাদক সুরভী রেজা, অর্থসম্পাদক জীকু শেখ, দপ্তর ও প্রচার সম্পাদক মিঠুন বসু, হৃদয় আকাশ রানা, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুর রহমান কদর, সহসাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সদস্য রোকনুজ্জামান বাপ্পী, শিপন হোসেন, সুজন খন্দকার, আইরিন আক্তার লিমা, সুমন তরফদার, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাবু জোয়ার্দ্দার।
এসময় আয়োজকরা বলেন, হঠাৎ করে দেশ ব্যাপী বজ্রপাত বেড়ে গিয়েছে। যার ফলে অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে। ইতমধ্যে ঝিনাইদহে কয়েকজন বজ্রপাতে নিহত হয়েছেন। বজ্রপাত ঠেকাতে তালগাছ রোপনের এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচী ঝিনাইদহের সকল মহাসড়কসহ বিভিন্ন শাখা সড়কে অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ১৭:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কেএল/কেএ