চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন ষোলগাড়ি এলাকা থেকে বিদেশী অস্ত্রসহ মমিনুল ইসলাম ওরফে মন্টু(২৫) নামে এক অস্ত্র ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
আটককৃত অস্ত্র ব্যবসায়ী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ষোলগ্রাম গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
র্যাবে-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ১০ সেপ্টেম্বর, ২০১৯ইং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার ষোলগাড়ির বিল এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মমিনুলকে ২ টি বিদেশী পিস্তল ৯ রাউন্ড গুলি ৩ টি ম্যাগজিনসহ হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে ১ টি মোবাইল, ২ টি সিম ও ১ টি মেমোরী জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ১৪:২৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এমজিহ/এএএম