সুনামগঞ্জের দিরাই উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ব্রহ্মণবাড়িয়ার পানেরস্বর গ্রামের মামুন মিয়া (২৮) ও হাবিবুল্লাহ(৩০)।
বুধবার সকাল ৯টায় ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে যাওয়ার পথে বিদ্যুতের লাইনে নৌকার বৈঠা লেগে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার ভাটিপাড়া গ্রামের পূর্বপাড়া খালে নিচু বিদ্যুতের লাইনে লোহার তৈরি নৌকায় ঝুলন্ত বিদ্যুতের তার লেগে যায়।
ফলে নৌকা বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমি ঘটনা শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি।
নিহতের সঙ্গীয় সুজন মিয়া ওরফে উকিল মিয়া ও বাচ্চু মিয়া জানান, সকালে আমরা নৌকা রাখা ইট বিক্রি করতে পূর্ব হাটীর খালে নৌকা নিয়ে যাই।
ঘাটে বিক্রিত মাল ফেলে যাওয়ার পথে বিদ্যুতের নিচু লাইনে নৌকার বৈঠা লেগে নৌকার সারং মামুন মিয়া পানিতে পড়ে যায়।
তাকে উদ্ধার করতে হাবিবুল্লাহ ও পানিতে ঝাপ দেয় এবং চিৎকার দিয়ে বলে পানিতে ও কারেণ্ট এরপর ডুবে যায়।
অনেক খোঁজাখুজি করে এলাকাবাসী মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। রাশমান, পবিত্র সহ এলাকাবাসী অভিযোগ করে বলেন, বিদ্যুতের লাইন এতই নিচু যে হেঁটে গেলেও মানুষের মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা।
এই বিষয়ে এলাকাবাসী দিরাই বিদ্যুৎ অফিসের লোকজনদের বার বার জানালে ও তাঁরা কোন পাত্তাই দেয়নাই।
সেপ্টেম্বর ১১, ২০১৯ at ১৪:১১:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/জাআভূঁ/এএএম