বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনা

বঙ্গবন্ধু সেতুতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপালপুরে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে যৌথ অভিযান পরিচালনা করে নলিনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদি বই ও সরকারবিরোধী লিফলেট পাওয়া যায়।

গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই ৩৬ জন বনভোজনের আড়ালে বঙ্গবন্ধু সেতুতে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন :
পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
কৃতি খেলোয়ারদের সম্মাননা দেয়ায় এমপি ও নির্বাহী অফিসারকে অভিনন্দন

আটক নেতাকর্মীরা প্রাথমিকভাবে পুলিশের কাছে নাশকতার এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

আটককৃতরা গোপালপুরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এদের মধ্যে কয়েকজনের নামে দেশের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

সেপ্টেম্বর  ১১, ২০১৯ at ১৩:২২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/যু/এএএম