প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশ গঠন করা হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,প্রযুক্তি নির্ভর আধুনিক পুলিশ গঠন করতে সরকার কাজ করছে।

বাংলাদেশের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে মাদক সন্ত্রাস ও জঙ্গি দমনে ভূমিকা রেখে আসছে। পুলিশের মাদক বিরোধী অভিযান কে আরও জোরদার করতে হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর ) গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এর অধীন অনুমোদনপ্রাপ্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় আরো বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান।

আরও পড়ুন :
জেলা প্রশাসকের কার্যালয় চাকুরি
তিন দিনেই মিলবে ১০ বছর মেয়াদি ইলেকট্রনিক্স পাসপোর্ট!

উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনে ও কমিউনিটি ব্যাংক কর্পোরেশনের গুলশান শাখাতেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।

পুলিশের আইজি ডঃ জাবেদ পাটোয়ারী, রেপ মহাপরিচালক বেনজীর আহমেদও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণভবনে উপস্থিত ছিলেন।

সম্প্রতি পুলিশের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, এটি আসলে একটি দৃষ্টান্ত।

এতদিনে পুলিশের নিয়োগ সহ সবক্ষেত্রে ঘুষ বাণিজ্যের একটি বদনাম ছিল। এবার সেটা হয়নি। এটি একটি দৃষ্টান্ত। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শুধু পুলিশ নয় সব ক্ষেত্রেই এটা অনুসরণ করতে হবে।

সেপ্টেম্বর  ১১, ২০১৯ at ১২:০৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ভোকা/এএএম