চুয়াডাঙ্গার নবগঙ্গা নদীর খনন কাজ শুরু হয়েছে। নদীটি মাটিতে ভরাট হয়ে ও পানি শুকিয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের নবগঙ্গা নদীর অংশ থেকে এ পুন:খনন কাজ শুরু হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে।
নবগঙ্গা নদীর ১৪ কিলোমিটার অংশ সাড়ে ৭ কোটি টাকা ব্যায়ে পুন:খনন কার্যক্রম শুরু হয়েছে। ১৪ মাস ব্যাপি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ খনন কাজ সম্পর্ণ করবে। নদীর গভিরতার জন্য ৮ ফুট খনন করা হবে।
আরও পড়ুন:
ভারতীয় মদ ও মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী টুর্নামেন্ট
২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিন নদী, খাল ও জলাশয় পুন:খনন প্রকল্পের প্রথম পর্যায়ে নবগঙ্গা নদীর খনন কাজ শুরু হয়েছে। কাজের তত্বাবধান করছে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নদী পুন:খনন কাজের এলাকা ঘুরে দেখেন। তিনি বলেন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সারা দেশে নদীর নব্যতা রক্ষার জন্য খনন কাজ শুরু হয়েছে। তিনটি নদী ও একটি খাল পুন:খনন কাজ করা হবে চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলি জাহেদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
সেপ্টেম্বর ১০, ২০১৯ at ০০:১৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তার/এএএম