চুয়াডাঙ্গার জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ( অনুর্ধ্ব-১৬) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় জীবননগর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অণুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম ।
উদ্ধোধনী খেলায় আন্দুল বাড়িয়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে (৩-২) গোল করে ও রায়পুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি তদন্ত ফৈরদৌস ওয়াহিদ, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন।
সেপ্টেম্বর ১০, ২০১৯ at ২২:৩৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ