১১ ও ১২ সেপ্টেম্বর দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচী সফল করার লক্ষে নবগঠিত শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শিবগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাস্টার আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক এবিএম কামাল সেলিম, সদস্য এসএম তাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোকলেছুর রহমান খলিফা, তোফায়েল আহম্মেদ সাবু, হাজী মোকছেদুর রহমান দুলু, মীর আবু জাকের মাকু, ওবায়দুর রহমান, তাহেরুল ইসলাম, রোকন উদ দৌলা রুবেল, হাজি জাহিদুল ইসলাম, আজমল হোসেন সবুজ, মাহবুবুর রহমান, অধ্যক্ষ আব্দুল আলিম, রফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক মাস্টার হারুনুর রশিদ, সদস্য বুলবুল ইসলাম, আব্দুল করিম, জেডএম শফিকুল মতিন, নজমুল হক মিঠ, এম আবু তাহের, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আঃ হান্নান, আবু শাহিন, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানুল হক রনি, মাসুদ রানা মাসুম, আঃ বারিক, আঃ হাকিম, বাপ্পী, মেহেদী, জনি মন্ডল, আইয়ুব কাজী, শিবগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক খালিদ হাসান আরমান, মীর মুন, বিপুল রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহদী হাসান তমাল, রাহীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সেপ্টেম্বর ১০, ২০১৯ at ২১:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আরআই/কেএ