জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে কুপিয়ে জখম করার ঘটনায় এজাহার ভূক্ত আসামী তাজমুল হুদা রিপন নামে একজন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত রিপন জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া মহল্লার তোফাজ্জাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট শহরের চিত্রা পাড়া এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা ও সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা দলীয় কাজ শেষ করে তাদের কয়েক জন সহকর্মীকে নিয়ে শহরের চিত্রাপাড়ার বাসায় ফিরছিলেন। এ সময় আসামীরা পিস্তল, লোহার রড, কুড়ালসহ বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
সেপ্টেম্বর ১০, ২০১৯ at ১৯:১৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/কেএ