বাজুস’র পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদশ জুয়েলার্স সমিতি (বাজুস) যশোরের বাগআঁচড়া শাখার ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা হয়েছে।

মঙ্গলবার দুপুরে (১০ সেপ্টেম্বর) বাগআঁচড়া ছিদ্দিকিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে বাগআঁচড়া জুয়েলার্স সমিতির উপদেষ্টা সভাপতি শ্রী হরিদাস বকসীর সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।

আরও পড়ুন:
সাংবাদিকদের সাথে র‌্যাবের মতবিনিময়
শুরু হচ্ছে যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ মেলা

এ সময় আরও উপস্থিত ছিলেন শার্শা থানা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসন, বাগআঁচড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজেল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান, ইংরেজি প্রভাষক রেজাউল ইসলাম, মাওলানা মশিয়ার রহমান, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ আহমদ লিটন, সাবেক সহকারী শিক্ষক বজলুর রহমান, বাগআঁচড়া কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম বাবলু, সাধারণ সম্পাদক ইনামুল ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, সাতমাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিনা খাতুন মেম্বর, বাগআঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল ইসলাম, আলমগীর কবির মেম্বর প্রমুখ সহ বাজারের ব্যবসায়ী বৃন্দ, বাগআঁচড়া জুয়েলার্স সমিতির সকল সদস্য বৃন্দ।আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, শ্রী হরিদাস বকসী, মোঃ আজিজুল হক, শ্রী মনোরঞ্জন মজুমদার, শ্রী উত্তম মল্লিক কে উপদেষ্টা ও মোঃ রফিকুল ইসলাম সভাপতি, মোঃ তাজু আহম্মেদ, শ্রী যতিন্দ্রনাথ আমিন সভাপতি শ্রী গোবিন্দ মজুমদার কে সাধারণ সম্পাদক, শ্রী সঞ্জিত রায়, মোঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রী জ্যোতি মল্লিক সাংগঠনিক সম্পাদক, মোঃ আলতাফ হোসেন দপ্তর সম্পাদক, শ্রী কার্তিক হালদার কোষাধ্যক্ষ, মোঃ জাহাঙ্গীর আলম প্রচার সম্পাদক, মোঃ হাবিবুর রহমান, শ্রী প্রশান্ত দে,শ্রী গোপাল রায়, মোঃ সেলিম জাবেদ ও লক্ষ্মণ ঘোষ কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট বাগআঁচড়া বাজুস’র ত্রি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়, আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান, প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।

সেপ্টেম্বর  ১০, ২০১৯ at ১৯:০৫:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আইআর/কেএ