একসাথে ৩ সন্তানের জন্ম

জয়পুরহাটে একসাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন ববিতা পারভিন (২৬) নামে এক গৃহবধু। জয়পুরহাট শহরের মর্ডাণ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় স্বাভাবিকভাবে এই ৩ সন্তানের জন্ম দেন তিনি। ৩ সন্তানের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে।

গৃহবধু ববিতা পারভিন জয়পুরহাট শহরের পৌর মার্কেটের আশরাফীয়া লাইব্রেরীর স্বত্তাধীকারী ও নওগাঁঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।

সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সামিউল ইসলাম বাবু বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। তিন সন্তান হওয়ায় আমি অনেক খুশি, আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। সকলেই আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন:
৫ লাখ মানুষের চিকিৎসক ৫ জন!
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

শিশুদের দাদী শাহিদা বেগম বলেন, দুু’জন নাতি ও একজন নাতনি হওয়ায় আমি অত্যন্ত খুশি। আল্লাহ্ যেন তাদের সুস্থ রাখে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে হঠাৎ প্রসব বেদনা অনুভুত হলে দ্রুত জয়পুরহাট শহরের মর্ডাণ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয় এবং সকাল ৯টায় সফলভাবে কোন অপারেশন ছাড়াই স্বাভাবিক অবস্থায় নবজাতক গুলো জন্ম লাভ করে।

সেপ্টেম্বর  ১০, ২০১৯ at ১৭:০৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএম/কেএ