যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়িতে (গোরস্থান পাড়া) নিজ বাড়ির থাকার ঘর সংলগ্ন কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রবি মিয়া (৩০) মধ্যবেতছড়ি এলাকার মৃত আ. কাদেরের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের গোরস্থান পাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন :
বিশ্বের অন্যতম পুরনো মরণব্যাধি ম্যালেরিয়া থেকে সম্পূর্ণ পরিত্রাণ সম্ভব !
বিশ্বকাপ জয়ী মাইকেল ক্লার্ক এখন ক্যানসার জয়ের পথে

প্রত্যক্ষদর্শীরা জানান, গলায় গামছা দিয়ে ঝুলন্ত লাশের হাঁটু বাঁকা পা দুটিই মাটিতে লাগানো। আর এরকম অবস্থার কারণে হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ করছেন স্থানীয়রা। পুলিশের কাছে এমন সন্দেহের বিষয়টি নিহতের স্বজনদের পক্ষ থেকেও জানানো হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকতারাও ঘটনাস্থলে রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সকল বিষয় বিবেচনায় রেখেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে।

সেপ্টেম্বর  ১০, ২০১৯ at ১২:৪৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/কাক/এএএম