ঝিনাইদহে সোনার বারসহ চোরাকারবারী আটক

ঝিনাইদহস্থ র‌্যাব-৬ সদস্যরা অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনার শরীফ উদ্দীনকে ১২টি সোনার বারসহ ঝিনাইদহে আটক করেছে। রবিবার রাত ২টার দিকে র‌্যাব তাকে আটক করে।

র‌্যাব-৬ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয় র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প গোপন খবরের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা টু দর্শনাগামী পূর্বাশা পরিবহনের বাসযোগে ঢাকা হতে সোনার বারসহ একজন সোনা চোরাকারবারী দর্শনার উদ্দেশে আসছে।

উক্ত খবরের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে রবিবার রাত ২টার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরীর সামনে প্রধান সড়কের ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে বাস, ট্রাক ও পিকআপসহ অন্যান্য গাড়ি তল্লাশি করতে থাকে। ওই সময় পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৬১১) বাসটি র‌্যাব সদস্যরা থামায়।

আরও পড়ুন:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বিহার ইউপি
কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন

পরে বাসের তল্লাশির এক পর্যায়ে একজন যাত্রী কৌশলে পালানোর চেষ্টাকালে টহল দলের সদস্যরা যাত্রী মো. শরিফ উদ্দিন (৫৩), পিতা মৃত শফি উদ্দিন, সাং-পুরাতন বাজার ৭নং ওয়ার্ড, দর্শনা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে আটক করে।

আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত দুই জুতার ভেতরে প্লাস্টিকের টেপ দিয়ে প্যাঁচানো ২টি প্যাকেটে থাকা ১২টি সোনার বার অনুমান ১৪০০ গ্রাম, মূল্য অনুমান ৭০ লাখ টাকা।

এ ছাড়াও ধৃত আসামির পাঞ্জাবীর পকেট হতে নগদ ১ হাজার ৮০০ টাকা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

সেপ্টেম্বর ৯, ২০১৯ at ২০:২৪:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তার/এএএম