অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে একটি বাড়িতে বিদ্যুৎতের শট সার্কিট থেকে আগুন লেগে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উজিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে আব্দুল জলিলের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে বিহার ইউপি
কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন

আব্দুল জলিল জানান, সোমবার ভোর ৩টার দিকে তার বাড়িতে থাকা ফ্রিজের ষ্ট্যাপ লাইজার থেকে বিদ্যুতের শট সার্কিট হয়। এ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফ্রিজে আগুন লাগে। এরপরে তা ছড়িয়ে পড়ে ঘরের টিভি, কাপড়, আসবারপত্রে। নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ‍পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীরা চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেপ্টেম্বর ৯, ২০১৯ at ২০:০৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ