চুয়াডাঙ্গা জীবননগর পৌর এলাকার সুবলপুর গ্রাম থেকে রোববার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিতে ২৩৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়িকে আটক করেন র্যাব-৬ এর একটি চৌকস টিম। আটক মাদক ব্যাবসায়ী জীবননগর পৌর এলাকার সুবলপুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে মাদক ব্যাবসায়ী ইকরামুল হক (৩৫)।
র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, তার নেতৃত্বে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি চৌকস টিম চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর এলাকার সুবলপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সুবলপুর গ্রামের সুবলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে সীমান্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইকরামুল (৩৫) কে আটক করে তার দেয়া তথ্য মতে ২৩৮ বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে জীবননগর থানায় হস্তান্তর করে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্ট ২৫-ই(২)/২৫-উ ধারার মামলা করা হয়।
সেপ্টেম্বর ৯, ২০১৯ at ১৯:১৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিআর/কেএ