লক্ষ্মীপুরের সদর উপজেলার পূর্ব বিজয় নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মারামারি ঠেকাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় দিনমজুর বাবুল হোসেন নিহত হয়েছেন।
রোববার (০৮ সেপ্টেম্বর) রাত আট টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাবুল সদর উপজেলার পূর্ব বিজয় নগর এলাকার মৃত শহিদ উল্যা ছেলে। এ ঘটনায় জড়িত সোহেলসহ তিনজনকে ঘটনার স্থল থেকে আটক করে পুলিশে সোপদ্ধ করেন স্থানীয়রা। পরে তারা হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ ঘটনার স্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তুুুচ্ছ ঘটনার জের ধরে পূর্ব বিজয় নগরে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় শহিদ ও সোহেল । এসময় তাদের মারধর বন্ধে এগিয়ে এলে বাবুল হোসেনকে উদেশ্য করে হামলা করে, এসময় ঘটনাস্থলেই বাবুল মাটিতে লুটে পরলে স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, প্রতিপক্ষের হামলায় দিনমজুর বাবুল নিহত ঘটনায় রাতেই জড়িত সোহেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সেপ্টেম্বর ৯, ২০১৯ at ১৮:৩৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/একে/কেএ