ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং প্রবীণ শিক্ষার্থী ও শিক্ষকদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়, এবং এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন বরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আল-আমীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, দাওয়া এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুর্শিদ আলমসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শিক্ষকগণ এবং প্রবীণ শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এবং শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট বিতরণ করেন।
এছাড়া দুপুরে প্রীতিভোজ শেষে সংগঠনের শিক্ষার্থীদের অংশগ্রহণে লটারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেপ্টেম্বর ৯, ২০১৯ at ১৪:৫৫:৫০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/টিএইচ/কেএ