যুক্তরাষ্ট্রকে এরদোগানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে এরদোগানের হুঁশিয়ারি! সম্প্রতি সিরিয়ার ইদলিবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরোধী গোষ্ঠী পিকেকে-এর জন্য ৩০ হাজার অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দাও জানিয়েছেন। তিনি বলেন, ‘কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন।’

আরও পড়ুন :
জ্বর জ্বর ভাব মেনে চলুন সাধারণ কিছু নিয়ম
ওজন বাড়াতে যা করণীয়

গতকাল ৭ সেপ্টেম্বর শনিবার তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক মেনে নেবে না।’

এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ‘চলতি মাসের শেষ দিকে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি ইদলিবে নিরাপদ এরিয়া গড়ার বিষয়টি উত্থাপন করবেন।’

এরদোগান বলেন, ‘আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।

সেপ্টেম্বর৯, ২০১৯ at ০৭:৩০:২৪(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ