ম্যাচ বাঁচানোর দুটি রাস্তা আছে সাকিব

দরকার ২৬২ রানের, হাতে ৪ উইকেট। পাহাড় সমান টার্গেট চতুর্থ ইনিংসে কতটা টপকাতে পারে সেটা নিয়ে শুরু থেকেই ছিল সন্দেহ। সেই সন্দেহ সত্যি করে হারের শঙ্কা মাথায় রেখে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

আরও পড়ুন :
ওজন বাড়াতে যা করণীয়
জ্বর জ্বর ভাব মেনে চলুন সাধারণ কিছু নিয়ম

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। এখনো বাংলাদেশ পিছিয়ে আছে ২৬২ রানে। উইকেটে আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। সাকিব ৩৯ ও সৌম্য অপরাজিত আছেন ০ রানে। আজ সকালে তারা ফের ব্যাটিংয়ে নামবে।

 

বাংলাদেশের এই ম্যাচে জিততে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে। আর সেই অসম্ভবকে সম্ভব করতে পারার কেবল দুইটাই পথ দেখেন সাকিব আল হাসান। এই দুটি পথ হল, হয় অতিমানবীয় ইনিংস খেলা অথবা বৃষ্টি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এটাই বলেন সাকিব।

সাকিব আল হাসান বলেন, দুইটা রাস্তা আমাদের বাঁচাতে পারে। যদি আমি ১৭০ এবং সৌম্য ১২০ বা আমি ১৫০ এবং সৌম্য ১২০ রান করে। আর মাথার উপর বৃষ্টি তো আছেই।

সেপ্টেম্বর৯, ২০১৯ at ০৮:২৩:২৫(GMT+06)
দেশদর্পণ/আহা/ আক/ জুবা/ইআ