জমিজমা সংক্রান্ত বিরোধে বাউফলে একজন নিহত

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নে কম্বুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কবির বয়াতী নামে এক জন নিহত হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস হাওলাদারকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে কবির বয়াতি ও কুদ্দুসের পরিবারের সাথে দীর্ঘ দিনের বিরোধ ছিলো। জুলাই মাসে এ নিয়ে তাদের মধ্যে মামলা হয়। তখন কুদ্দুস হাওলাদারের ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিনে মুক্তি পায়।

আরও পড়ুন:
শিশুদের মৌসুমি প্রতিযোগিতা অনুষ্ঠিত
১ম বারের মতো রাবিতে ভর্তির সুযোগ পাচ্ছে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরা

রবিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কবির বাড়ি থেকে বগা বাজারে আসার পথে কুদ্দুসের লোকজন তাঁকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে পুলিশ গিয়ে কবিরকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর পরই প্রধান অভিযুক্ত কুদ্দুস হাওলাদারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ২০:০৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এস/কেএ