১ম বারের মতো রাবিতে ভর্তির সুযোগ পাচ্ছে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (২০১৯-২০) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা।

রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীদের প্রাপ্ত জিপি এ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। সকল ইউনিটে আবেদন করতে পারবে। এই সকল শিক্ষার্থীদেরকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। তবে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী বলবৎ থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন:
কোটচাঁদপুর উপজেলার নৌকার মাঝি মিকি
সোমবার সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের ১২ তম মৃত্যুবার্ষিকী

এর আগে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এবং চলবে ১২ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিকভাবে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত আবেদন শেষ হবে। চূড়ান্ত আবেদনে ইউনিট প্রতি ১২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেপ্টেম্বর ৮, ২০১৯ at ১৯:৪৮:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/ওআর/কেএ